A young Muslim couple seeking a halal marriage, symbolizing purity, responsibility, and commitment.

অল্প বয়সে বিয়ে চাওয়া মানে চরিত্রহীনতা নয়, বরং সততা ও পরহেজগারি। Rizwan Ahmed | Halal Dizworld

অল্প বয়সে যদি কোনো ছেলে-মেয়ে বিয়ে চায়, তাহলে তাকে লুচ্চা ভাববেন না। বরং বুঝবেন, সে সৎ ও চরিত্রবান।
সে আসলে প্রেম-পিড়িতি নয়, ররং হালাল রিলেশন ও লাইফটাইম কমিটমেন্ট বেছে নিতে চায়। তাই তার যৌবন বয়স এলে বিয়ের ব্যবস্থা করুন। নাহলে তার গোপন পাপ ও মান-সম্মান হারানোর দায় আপনার ঘাড়েও আসবে।
 

অল্প বয়সে কেউ বিয়ে করতে চাইলে আমরা অনেক সময় ভুলভাবে বিচার করি। মনে করি, নিশ্চয়ই প্রেমে ডুবে গেছে বা উচ্ছৃঙ্খল কিছু করতে চায়। আসলে ব্যাপারটা ঠিক উল্টোও হতে পারে। অনেক ছেলে-মেয়েই আছে যারা সম্পর্ককে হালকাভাবে দেখে না। তারা চায় তাদের ভালোবাসা, আকর্ষণ, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবকিছু একটা হালাল সম্পর্কের মধ্যেই পাকাপাকি হোক।

যৌবনে স্বাভাবিকভাবেই টান আসে, মানসিক পরিবর্তন আসে। কেউ যদি সেই সময়ে সৎভাবে বিয়ের কথা বলে, সেটা চরিত্রের দুর্বলতা না। বরং তার মানে হলো, সে দায়িত্ব নিতে প্রস্তুত, পাপের পথে না গিয়ে নিরাপদ আর সম্মানের পথ বেছে নিতে চায়।

তাই এমন ইচ্ছাকে হেলে-দুলে বিচার না করে পরিবার হিসেবে পাশে দাঁড়ানোই দায়িত্ব। সঠিক সময় বিয়ের ব্যবস্থা করা শুধু তাকে সুরক্ষা দেয় না, পরিবারকেও অপ্রয়োজনীয় ঝামেলা, মানহানি আর গোপন ভুলের দায় থেকে বাঁচায়।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED