স্ত্রীর সাথে মিলনের জন্য অনুমতি নেয়া জরুরি কেন? Halal Dizworld
-
Rizwan Ahmed
স্ত্রীর সাথে মিলনের জন্য অনুমতি নেয়া জরুরি কেন?
আজকে একটু এমন বিষয় নিয়ে কথা বলি, যা অনেকেই হয়তো মনে রাখে না স্বামী-স্ত্রী সম্পর্কের নিয়ম এবং অনুমতি।
০১. স্বামী আহবান করলে দ্রুত সাড়া দেওয়া উচিতঃ
মাহানবী সা: বলেছেন: “স্বামী যখন স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেন দ্রুত আসে, এমনকি রান্নাঘরে ব্যস্ত থাকলেও।”
📚 সুনানে তিরমিজি ১১৬০, ছহীহুল জামে ৫৩৪
০২. অবাধ্য স্ত্রীদের বিষয়ে সতর্কবার্তাঃ
“যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারারাত একা কাটায়, তার ওপর ফেরেশতারা সকাল পর্যন্ত লা’নত দেন।”
📚 ছহীহুল বুখারি ৫১৯৩, ছহীহ মুসলিম ১৪৩৬, সুনানে আবু দাউদ ২১৪১, নাসাঈ
০৩. নামাজে কবুল নয় এমন অবাধ্য স্ত্রীঃ
“তিন ধরনের নামাজ কবুল হয় না, যার মধ্যে একজন হলো অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না।”
📚 তাবরানী ১০৮৬, সুনানে তিরমিজি ৩৬০, হাকেম, সিলসিলা ছহীহা ২৮৮
০৪. স্বামীর অনুমতি ছাড়া কিছু করাটা জায়েজ নয়ঃ
“স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা বা স্বামীর অপছন্দ কারো ঘরে প্রবেশ করানো জায়েজ নয়।”
📚 ছহীহুল বুখারি ৫১৯৫, ছহীহ মুসলিম ২৪১৭, দারেমী ১৭২০
০৫. পরকালে আল্লাহপাকের দৃষ্টিঃ
“পরকালে আল্লাহপাক অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না।”
📚 নাসাঈ কুবরা ৯১৩৫, বাযযার ২৩৪৯, তাবরানী, হাকেম ২৭৭১, বাইহাক্বী ১৪৪৯৭
০৬. স্বামীর অধিকার জানলে স্ত্রী আরও যত্নশীল হতোঃ
“যদি স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে সচেতন হতো, দিনে বা রাতে সব খাওয়া শেষ করে স্বামীর পাশে থাকতো।”
📚 ছহীহুল জামে ৫২৫৯, তাবরানী
০৭. অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম
📚 মুসনাদে আহমদ ১৯০০৩, নাসাঈ, হাকিম, বায়হাক্বী
০৮. স্বামীকে কষ্ট দেবার ফলাফলঃ
“যে স্ত্রী স্বামীর কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন: ‘তোমার স্বামীকে কষ্ট দিওনা। তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র।’”
📚 তিরমিজি ১১৭৪, ইবনে মাজাহ ২০১৪
০৯. শোক পালন নিয়মঃ
– মা-বাবার মৃত্যুতে শোক সীমিত: ৩ দিন
– স্বামীর মৃত্যুতে শোক পালন: ৪ মাস ১০ দিন
📚 সূরা আল বাক্বারা ২৩৪, ছহীহুল বুখারি ১২৮০, ছহীহ মুসলিম ৩৮০২
💡 ইসলামে স্বামী-স্ত্রী সম্পর্কের মূল চাবিকাঠি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব এবং অনুমতি।
স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া দেয় এবং তাঁর অধিকার মানে, সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ও সুখী হয়।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তাওফীক দান করুন।
আমীন 🤲
