A Muslim husband showing care and respect toward his wife, symbolizing marriage as a divine trust and responsibility.

স্ত্রী হলো একটি আমানত, যার হিসাব আল্লাহ কিয়ামতের দিনে স্বামীর কাছে চাইবেন। Halal Dizworld

মানুষ যখন বিয়ের মাধ্যমে একটি নতুন জীবনে পা রাখে, তখন সে শুধু নতুন সম্পর্কই পায় না। তার হাতে এমন এক অমানত তুলে দেওয়া হয়, যার মূল্য কথায় মাপে না। সেই অমানত হলো স্ত্রী; একজন মানুষ, এক অনুভূতি, এক বিশ্বাস।

একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন: তুমি তাকে কেমন দেখেছ? তার প্রতি মনোভাব কেমন ছিল? ভালোবেসেছ কি? সম্মান দিয়েছ কি? তার যত্ন নেওয়ার দায়িত্ব ঠিকভাবে পালন করেছ কি? কারণ স্ত্রী শুধু সঙ্গী না, তিনি এমন একটি বিশ্বাস যা তার স্বামীর উপরই ন্যস্ত থাকে।

দাম্পত্য জীবনকে তাই হালকা করে দেখার জায়গা নেই। নারীকে অবহেলা করা বা উপেক্ষা করা মানে অমানতের প্রতি খেয়ানত করা। আর তাকে ভালোবাসা, সম্মান দেওয়া, তার সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এসব শুধু সম্পর্কের চাহিদা না; এগুলো ইবাদতেরই অংশ।

যে স্বামী এই দায়িত্ব বোঝে, সে জানে স্ত্রীকে ভালো রাখা মানে শুধু সংসার বাঁচানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED