Husband providing financial support to his wife as an Islamic duty that becomes worship with sincere intention.

স্ত্রীর ভরণ-পোষণ: একদিনে স্বামীর উপর স্ত্রীর দায়িত্বও, তেমনি ইবাদতও | Rizwan Ahmed

অনেকে মনে করেন, স্ত্রীকে ভালো ব্যবহার করা মানে শুধু সুন্নত মেনে চলা। কিন্তু কুরআন ও সহীহ হাদীস এ বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিয়ে এসেছে।

১. কুরআনের নির্দেশ

আল্লাহ তাআলা বলেন: “আর তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে আচরণ করো।”
(সূরা নিসা: ১৯)

এটি কোনো পরামর্শ নয়, বরং আদেশ। তাই শিষ্টাচার, কোমলতা, সম্মান সবই স্বামী হিসেবে বাধ্যতামূলক দায়িত্ব।

২. নবী ﷺ এর বাণী

রাসূলুল্লাহ ﷺ বলেন: “তোমাদের মধ্যে উত্তম সেই, যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। আর আমি আমার স্ত্রীর প্রতি তোমাদের সবার চেয়ে উত্তম।” [সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ৩৮৯৫]

নবী ﷺ শুধু কথা দিয়ে নয়, নিজের আমল দেখিয়েও শিক্ষা দিয়েছেন। স্ত্রীর প্রতি সম্মান, মর্যাদা ও ভালো আচরণ এটাই ইসলামী চরিত্রের মূল অংশ।

মূল বার্তা

স্ত্রীর প্রতি ভালো আচরণ শুধু সুন্নত নয়। এটি আল্লাহর ফরজ নির্দেশ এবং ঈমানদার ব্যক্তির স্বাভাবিক চরিত্রের পরিচয়। যে স্বামী এটি মানে, সে কেবল একটি সম্পর্ক রক্ষা করে না, বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED