রিজওয়ান ভাই একজন অসাধারণ দক্ষ এবং ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার। রেজওয়ান ভাইয়ের সাথে বহুদিনের সম্পর্ক একমাত্র আল্লাহ তা'আলার জন্য। আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত ওনার কাজটা শুধু দেখে এসেছি কিন্তু এখন নিজের জন্য করে নিলাম। মাশাআল্লাহ এত সুন্দর চমৎকার ডিজাইন উনি উপহার দিয়েছেন আমাকে যা অকল্পনীয়। সাধারণত গ্রাফিক্স ডিজাইনাররা কপি করে থাকেন অথবা অন্য জায়গা থেকে আইডিয়া নিয়ে থাকে। কিন্তু রেজওয়ান ভাই এর সম্পূর্ণ আলাদা। উনি কাজগুলো খুব তাড়াহুড়ো করে করেন না কিছুটা সময় নিয়ে করে থাকেন। এবং কনটেন্ট এর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করে থাকেন যা অতি মনোরঞ্জন।
আপনিও রিজওয়ান ভাই থেকে কাজ করে নিতে পারেন। ইনশাআল্লাহ ঠকবেন না।