A Muslim performing Istikhara prayer, seeking guidance from Allah for important life decisions.

ইস্তিখারা: সিদ্ধান্ত নিতে আল্লাহর কাছ থেকে কল্যাণ প্রার্থনার সঠিক পদ্ধতি। Halal Dizworld

ইস্তিখারা মানে আল্লাহর কাছে ভালোটা চাওয়া।

আমরা জীবনে অনেক সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যাই—বিয়ে, ব্যবসা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো বিষয়। তখন রাসূলুল্লাহ ﷺ আমাদের ইস্তিখারা করার শিক্ষা দিয়েছেন।


🔹 ইস্তিখারার নিয়ম (সহীহ হাদীস অনুযায়ী):

1️⃣ কোনো কাজে দ্বিধায় পড়লে নিয়ত করুন।
2️⃣ ফরজ নামাজ ছাড়া দুই রাকআত নফল সালাত পড়ুন।
3️⃣ সালাত শেষে রাসূলুল্লাহ ﷺ শেখানো বিশেষ ইস্তিখারার দোয়া পড়ুন।
4️⃣ আল্লাহর ওপর ভরসা রাখুন। কাজ সহজ হয়ে গেলে বুঝবেন তাতে কল্যাণ আছে, আর কঠিন হয়ে গেলে বুঝবেন তাতে মঙ্গল নেই।
📖 হাদীস: সহীহ বুখারী (হাদীস নং 1162)

🌿 মনে রাখবেন:
১। ইস্তিখারার পর স্বপ্ন দেখা জরুরি নয়।
২। অন্য কাউকে দিয়ে ইস্তিখারা করানো সুন্নাহ নয়।
৩। নিজেই আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করুন।

💠 ইস্তিখারার দোয়া (বাংলা অর্থসহ)
“হে আল্লাহ! যদি আপনি জানেন যে, এই কাজটি (__) আমার দ্বীন, দুনিয়া ও পরিণতির জন্য কল্যাণকর, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, সহজ করুন এবং বরকত দিন। আর যদি আপনি জানেন যে, এটি আমার জন্য ক্ষতিকর, তবে তা আমার থেকে দূর করুন, আমাকে তা থেকে দূরে রাখুন এবং যেখানেই কল্যাণ থাকে তা আমার জন্য নির্ধারণ করুন এবং আমাকে তাতে সন্তুষ্ট রাখুন।”

🔖 যারা দ্বিধার মাঝে আছেন, একবার হলেও ইস্তিখারা করে দেখুন। আল্লাহর নির্দেশের চেয়ে ভালো গাইডলাইন আর কিছু নেই।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED