A husband joyfully embracing his wife at home, symbolizing renewed love and connection through self-discipline and focus on marital intimacy.

বিয়ের আট বছর পর হঠাৎ স্ত্রীর সাথে প্রেম হারিয়ে ফেলেছেন? এই একটি সুন্নত আপনার হৃদয় বদলে দেবে

আমার স্ত্রী দেখতে অপূর্ব, অথচ জানো, কী আশ্চর্য! এখন আর ওকে আগের মতো ভালো লাগে না। শুধু আমি না, এমন সমস্যায় ভুগছে অনেকেই।

আমাদের বিয়ে আট বছর পার করেছে। একটা ছোট্ট মেয়ে আছে, ওর বয়স পাঁচ। অথচ আমি এখন সন্ধ্যা হলে বাসায় ফিরতে চাই না। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি সবই করছি; শুধু যেন স্ত্রীর মুখটা না দেখতে হয়। অথচ আগে কেমন ছিল?ওর একটু হাসি, একটু ছোঁয়ার জন্য সারাদিন অপেক্ষা করতাম। অফিস থেকে বেরিয়েই বাসার পথ ধরতাম।

এখন? ওর ফোন এলে ধরি না। চোখে চোখ পড়লে ঝগড়া হয়। ওর কথায় বিরক্তি লাগে, ওর ছোঁয়ায় ক্লান্তি আসে। নিজেকে প্রশ্ন করলাম, কেন এমন হল?

বন্ধুদের বললাম, “এই টান ফুরিয়ে যাওয়াটা কি স্বাভাবিক?” জবাব পেলাম, “এক জিনিস কি আর সারাজীবন ভালো লাগে?” এই উত্তর মানতে মন চাইল না। কারণ, আমার স্ত্রী তো আমায় এখনও আগের মতোই ভালোবাসে। ও তো বদলায়নি! তাহলে আমি কেন বদলে গেলাম?

অসহায় মনে একদিন গেলাম এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। ওনার সামনে গিয়ে সব খুলে বললাম।

ডাক্তার শান্তভাবে আমার দিকে তাকিয়ে বললেন, “আপনি কি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন?”
আমি বললাম, “জ্বি, অবশ্যই।”
ডাক্তার বললেন, “তাহলে কোরআনের একটা আয়াত মনে রাখুন। সুরা নূর-এ বলা হয়েছে, ‘পুরুষদের বলো, তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।’ এই একটি আদেশ পালন করুন। এক মাস। কোনো ওষুধ লাগবে না। কেবল এটুকুই করুন—আপনার সমস্যা দূর হয়ে যাবে।”

আমি ভেবেছিলাম, এত সহজ কোনো সমাধান হয় নাকি? তবু কথা দিলাম। চেষ্টা করবো। চেষ্টা শুরু করলাম। চোখ নামিয়ে হাঁটলাম, রাস্তায় মেয়েদের দেখেও দৃষ্টি ফিরিয়ে নিলাম। যেদিন প্রথম একজন আকর্ষণীয় মেয়েকে দেখে চোখ রাখতে চেয়েছিলাম, ঠিক তখনই মনে পড়ল আল্লাহর আদেশ। দৃষ্টি সরিয়ে নিলাম। একদিন রাতে পর্ন দেখতে মন চাইল। মোবাইল হাতে নিয়েই বুকটা ধড়ফড় করতে লাগল। “না, এটা করব না,” নিজেকে বোঝালাম। দিন যেতে লাগল।


পনেরো দিন পর…

এক বিকেলে অফিস থেকে বের হয়ে বন্ধুরা ফোন করল আড্ডায় যেতে। কী জানি কী হল, আমি ওদের ‘না’ বলে বাসার দিকে ছুটলাম। প্রথমবার, দীর্ঘদিন পর।

বাসায় ঢুকেই চিৎকার করে ডাকলাম, “এষা, কোথায় তুমি?”

স্ত্রী রান্নাঘর থেকে ছুটে এলো। আমি ঝট করে ওকে কোলে তুলে নিলাম। সেই পুরোনো দিনের মতো।

ও বিস্ময়ে বলল, “কি হলো তোমার? ছেলে ঘুমাচ্ছে!”

আমি কিছু না বলে বললাম, “ভালোবাসি তোকে, এষা… অনেক অনেক ভালোবাসি।”

পরদিন গেলাম ডাক্তারের কাছে।
ডাক্তার হেসে বললেন, “এখনো তো এক মাস হয়নি।”
আমি বললাম, “হয়েছে ডাক্তার সাহেব, সব বদলে গেছে। আমি আবার আমার স্ত্রীকে ভালোবাসতে শিখেছি।”
আজ আমি বুঝি, আমরা আসলে নিজেদেরই হারিয়ে ফেলি।

আমাদের দৃষ্টি, মন আর লজ্জার সীমানা ঠিক রাখতে পারলেই, আমাদের হৃদয়ে ফিরে আসে সেই পুরোনো প্রেম। সব পুরুষের প্রতি একটাই অনুরোধ, একবার চেষ্টা করে দেখুন। আপনার সংসার, আপনার ভালোবাসা, সব কিছু নতুন হয়ে উঠবে।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED