Infographic listing six types of women Islam recommends avoiding in marriage, with brief descriptions of each character trait.

ছয় ধরনের নারীকে বিয়ে করলে সংসার ভেঙে যেতে পারে—শাইখ সুলাইমান আর রুহাইলির নাসিহা

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় –
১. আন্নানা
২. মান্নানা
৩. হান্নানা
৪. হাদ্দাকা
৫. বাররাকা
৬. শাদ্দাকা

১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায়
আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিণী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।

২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে, আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল
সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।

৬. “শাদ্দাকা” হলো সেই নারী যে সবসময় বকবক করে।

বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।
হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেককার সন্তান দান করো।
হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দ্বীনদার স্বামীও নেককার সন্তান দান করো।
হে আল্লাহ্ আপনি আমাদের সকল নর-নারীকে দ্বীনদার ও নেককার হওয়ার তৌফিক দান করুন,আমীন!

বিঃদ্রঃ শাইখ সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি ‏حفظه الله এর বক্তব্যের একটা অংশবিশেষ।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED