A Muslim individual reflecting and making dua for finding a righteous and compatible life partner, emphasizing destiny and effort in marriage.

বিয়ে ও তাকদীর: জীবনসঙ্গীর নির্বাচন এবং দুআর গুরুত্ব। বই: বিবাহ সমাচার, ড. শায়খ আলী তানতাভী | Halal Dizworld

‘বিয়ে’ তাকদীরে মুবরাম কিন্তু ‘কার’ সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!
.
এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,
অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে ‘জীবনসঙ্গী সুনির্ধারিত’ কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন।
.
কারো ‘বিয়ে হবে নাকি হবে না’ এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ।
.
আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।
.
বই: বিবাহ_সমাচার
ড. শায়খ আলী তানতাভী

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED