AI-generated profile images contrasted with a real-life meeting, highlighting the Islamic guidance on seeing a potential spouse directly.

AI ছবি বনাম বাস্তব দেখা: বিয়ের আগে সুন্নাহর নির্দেশনার মূল্য | Rizwan Ahmed | Halal Dizworld

জানেন, AI এখন ঠিক কোন জায়গায় গিয়ে ধাক্কা খেল?
বিয়ের বাজারে। হ্যাঁ, ঠিকই শুনছেন।

অনেকে এখন পাত্রের লুক দেখাতে AI জেনারেটেড ছবি ব্যবহার করার প্ল্যান করছে।

আর মজার ব্যাপার হলো… এই জিনিসটা দেখলেই আমার ভিতরে এক ধরনের অদ্ভুত আনন্দ কাজ করে। কেন জানেন?

একটা হাদিস তখনই মাথায় বাজতে থাকে। হাদিসটা সবাই-ই কমবেশি জানেন। হাদিসটা সুনান আবু দাউদ ২০৮২, সহিহ মুসলিম 1424, আর সহিহ তিরমিজি 1087 তে বর্ননা আছে।

মুগীরাহ ইবন শু’বা (রা.) বলেন:
“আমি এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিলাম। নবী ﷺ জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে দেখেছ? আমি বললাম: না।
তিনি বললেন: দেখে নাও। এটা তোমাদের মাঝে ভালোবাসা টিকে থাকার জন্য বেশি উপকারী।”

একটূ খেয়াল করেন, রাসূল ﷺ বললেন “দেখে নাও”।
মানে ফিজিক্যালি, রিয়েল লাইফে, সরাসরি।

আজ ১৪০০ বছর পর সময়কালে প্রিন্টেড ছবি এলো, তারপর ফটোশপের ছবি এডিটের রিয়ালিস্টিক ম্যাজিক, আর এখন সুপার রিয়ালিস্টিক AI জেনারেটেড ইমেজ।

তারপরও রাসূল ﷺ এর কথাই বেশি ফিট হয়। কারণ?
ছবি যত সুন্দরই হোক, বাস্তবের সাথে মিল না থাকার সম্ভাবনা সবসময়ই থাকে। এটা আজও সত্য। আর আগামীতেও সত্যই থাকবে।

এটাই আমার মজবুত আকীদা বা বিশ্বাস।
রাসূল ﷺ এর দেখানো নীতিগুলো এমনভাবেই টাইমলেসলি ফ্লেক্সিবল আর সব যুগেই বাস্তবতার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করেছে, করছে আর আগামীতেও করবে; টেকনোলজি যতই এগোক, যতই স্মার্ট হোক, মানুষ যতই ডিজিটাল হোক না কেন, ইন শা আল্লাহ।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED