A symbolic comparison of cash dowry versus performing Umrah as dowry, highlighting financial practicality and Islamic principles.

মোহরানার বিকল্প উমরাহ: ফ্যান্টাসি নাকি বাস্তব? বুঝে নিন বাজেট ও হালাল পদ্ধতি | Rizwan Ahmed

মোহরানার নগদে না দিয়ে উমরাহ করার আইডিয়া প্রসংগে একটু কথা বলি।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী (০৯ অক্টোবর ২০২৫),
২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন প্রায় ২,০৯,১০০ টাকা,
২১ ক্যারেট ১,৯৯,৬০০ টাকা,
আর সনাতনী স্বর্ণের দাম প্রায় ১,৪২,৩০০ টাকা।

এখন প্রশ্ন হলো, দেনমোহর হিসেবে স্বর্ণ ঠিক করবেন, নাকি বিকল্প কিছু?
অনেকে এখন নগদের বদলে উমরাহ করানোকে বিকল্প হিসেবে ভাবছেন। কিন্তু বাস্তবে এটি অনেক সময় ফ্যান্টাসি হয়ে দাঁড়ায়। কারণ, উমরাহ করতে জনপ্রতি গড়ে লাগে প্রায় ১.৫ লাখ টাকা, আর স্ত্রী একা যাবে না, স্বামীকেও যেতে হয় মানে মোট ৩ লাখ টাকার মতো খরচ।

বিয়ের সময় এত টাকার ব্যবস্থা কয়জন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলের পক্ষে সম্ভব? অনেকেই তখন দেনমোহর কমানোর অনুরোধ করে, কেউবা মেয়ের কাছ থেকে মাফও চায়। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই অসহায় হয়ে মাফ করে দেয়।

তবে হালাল পেশায় নিয়োজিত ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রেই এই টাকাটা যোগাড় করা মানে নিজের জীবন থেকে কয়েক বছর মাটির নিচে পিষে ফেলা। [আমি এখানে হালাল পেশায় ও পদ্ধতিতে ইনকাম করা ছেলেদের কথা বলছি। দূর্নীতিগ্রস্থ এই বাংলাদেশে হারাম পেশা ও পদ্ধতিতে ছেলের ইনকামের কথা মোটেও বলছিনা। সেটা ভিন্ন কথা।]
তাই, আমার কাছে ১০–১২ লাখ টাকার মোহরানার বিকল্প হিসেবে উমরাহ করানোর চিন্তাটা বাস্তবের চেয়ে কল্পনা বেশি মনে হয়।

বিয়ে সহজ করতে হলে মোহরানা সামর্থ্যের মধ্যে রাখা জরুরি। যত কম খরচে বিয়ে করা যায়, ততই বর ও কনের জন্য বরকত বেশি হয়। ছেলের আর্থিক অবস্থা ও মেয়ের সম্মতি দুটোকেই গুরুত্ব দিতে হবে। [এটা আবার রাসূল (সা) এর নির্দেশ।]

সিদ্ধান্ত নেন, সমাজের নিয়ম মেনে চলে কি আপনি ছেলে আর মেয়ে উভয়ের প্রতি কি জুলুম করছেন? যদি তা হয় তাহলে কাল কিয়ামতে আপনাকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। অন্যায় সিদ্ধান্ত নিলে কিয়ামতের দিন তার জবাবদিহি করতেই হবে সেই আল্লাহর কাছে, যিনি সব জানেন, সব দেখেন।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED