Content discussing declining marriage prospects for women near 30, cultural career pressures, and Islamic perspectives on age and marriage.

মেয়েদের বিয়েতে লেইট করার পরিনতি ভয়াবহ | Rizwan Ahmed

মেয়েদের বিয়েতে লেইট করার পরিনতি ভয়াবহ

৩০ বয়সের ছুই ছুই মেয়েদের বিয়ে করার প্রবনতা ধীরে ধীরে কমে আসছে। সামনে আরো কমবে। এদের এখন আর ১ম স্ত্রী হওয়ার সম্ভাবনা আসতে আসতে একেবারে তলানীতে ঠেকছে।


এর মেইন কারণ হলো বিয়ের আগেই ক্যারিয়ার গড়ার বিষয়ে মেয়েরা ও তাদের বাবা-মা অতিরিক্ত সচেতন হয়ে গেছে। আর আশা করছে, বিয়ে বিষয়টাকে আপাতত স্কিপ করে মেয়েকে ক্যারিয়ার গড়তে সাপোর্ট করবে।

সামনের বছরগুলোতে এদেরকে যদি বিয়ে করতে হয় তাহলে ১ম স্ত্রী হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ কোনো ছেলে/পাত্র এতো বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে চাইবে না।

আর মেয়ের বাবা+মায়ের যে “প্রতিষ্ঠিত ও ক্যারিয়ারে সফল” টাইপের ছেলে পাওয়ার আশায় প্রচুর খুজতে খুজতে প্রচুর সময় নষ্ট করে, যার কোনো খবরই থাকে না।

আর এসব অন্যতম কারনেই এই ৩০ বয়সের ছুই ছুই মেয়েদেরকে কোনো ছেলের ২য়, ৩য়, অথবা ৪র্থ স্ত্রী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন এতিম, অসহায়, বন্ধা, বিধবা আর ডিভোর্সি মেয়ে/মহিলাদের পাশাপাশি এই ৩০ ছুই ছুই মেয়েরাও এড হয়ে যাবে।।

রাসূল (সা) এর সুন্নতকে ছেড়ে দিয়ে পশ্চিমা ও ভারতীয় কু-সভ্যতাকে আকড়ে ধরার পরিনতি।
যে রাসূল নিজের ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সী বিধবা ব্যবসায়ী মহিলাকে বিয়ে করতে পারে আবার সেই রাসূল নিজের ৫৩ বছর বয়সে ৬ বছর বয়সী আয়িশা (রা) বৈধভাবে বিবাহ করেছিলেন। এখানে উনি কোন সময়ে আর পরিস্থিতিতে করেছেন সেটা মুসলিম সকলেরই জানা।

এখানে আমি কোন পরিস্থিতিতে বিয়েটা করেছিলেন সেটা আপাতত ফোকাস না করে শুধুমাত্র বয়সটাকে ফোকাস করার চেষ্টা করছি।
বয়সের বিষয়গুলো নিয়ে ভাবেন আর না বুঝলে আলেমদের কাছে জিজ্ঞাস করেন।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED