A modestly dressed Muslim woman walking, showing the lower part of her garment protecting purity and dignity in line with Islamic teachings.

রাস্তায় ধূলার মধ্যে হাঁটা কেন বরং সওয়াবের কাজ? উম্মে সালামার হাদিস থেকে শিক্ষা | Halal Dizworld

নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে না’পা’ক জিনিস থাকে, তার কী হবে?!

উম্মে সালামা (রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী) থেকে বর্ণিত,
তিনি বললেন: “আমি তো একজন মহিলা, আমার পোশাকের নিচের অংশ লম্বা থাকে, আর আমি নোং’রা জায়গায় হাঁটি।” তখন উম্মে সালামা বললেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “তার পরের অংশই (যা পরিষ্কার মাটির সাথে লাগে) সেটাকে পবিত্র করে দেয়।”
> (আবু দাউদ: ৩৮৩), (তিরমিযি: ১৪৩), (ইবনে মাজাহ: ৫৩১), (আহমদ: ২৬৪৮৮) এবং আলবানী রহ. (মিশকাতুল মাসাবীহ: ৫০৪) এ সহিহ বলেছেন।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:
লোকেরা বলল: “হে আল্লাহর রাসূল ﷺ, আমরা তো মসজিদে যেতে চাই, আর পথে না’পা’ক জায়গায় পা পড়ে যায়।” তখন রাসূলুল্লাহ ﷺ বললেন: “পৃথিবীর এক অংশ অন্য অংশকে পবিত্র করে দেয়।”
> (ইবনে মাজাহ: ৫৩২)

পোশাকের নিচের প্রান্তে যে ধূলা লাগে, তা নিয়ে উ’পহা’স করা যায় না, বরং সেটাই ই’জ্জ’তের প্রতীক এটা ল’জ্জা’শীলতা ও পবিত্রতার ধূলা।

আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান দান করুন। 🤲🤲🤲

আমিন।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED