A loving couple sharing a peaceful moment, symbolizing trust, emotional support, and spiritual harmony in marriage.

বিয়ে: সঠিক সঙ্গীর সাথে জীবন, দায়িত্ব ও ভালোবাসার পূর্ণতা। Halal Dizworld

বিয়ে মানে শুধু একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া নয়। বিয়ে মানে এমন কাউকে পাওয়া, যে আপনার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভরসার জায়গা। দুঃখের দিনে যে চুপচাপ পাশে বসে থাকে, আর আনন্দের মুহূর্তে যার চোখে আপনার জন্য হাসি ফুটে ওঠে। জীবনের ক্লান্তি, চাপ আর ঝড়ঝাপটার ভিড়ে বিয়ে তখন হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয়।

এই সম্পর্কটা দুইজন মানুষের একসাথে বড় হয়ে ওঠার গল্প। একসাথে শেখা, ভুল করা, আবার সেই ভুল শুধরে নেওয়া। কেউ নিখুঁত হয়ে আসে না; কিন্তু একসাথে চলতে চলতেই মানুষ পরিণত হয়, জীবন গুছিয়ে নেয়।

ধর্মীয় দিক থেকেও বিয়ে মানুষকে পূর্ণতা দেয়। এটি চরিত্রে সংযম শেখায়, পরিবার গড়ার পথ খুলে দেয়, এনে দেয় সুশৃঙ্খল জীবন আর ভালোবাসায় ভরা পরিবেশ।

হ্যাঁ, বিয়ের সাথে দায়িত্ব আসে, আসে কিছু জটিলতাও। কিন্তু পাশে যদি থাকে একজন সঠিক সঙ্গী, তাহলে জীবনের কঠিন পথগুলোও সহজ মনে হয়। কারণ তখন জীবনটা একা টানতে হয় না। দু’জন মিলে চলাই বিয়ে।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED