আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো!
সবার সামনে কেন করো নাহ! ও বললো নিজের স্ত্রী কে কখনো অন্যের সামনে শাসন করতে হয় নাহ হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার! কারো সামনেই নাহ!
তা যত বড়ই ভুল হোক নাহ কেনো! আমি যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শুনাবে! আর যদি আমার পরিবারের সামনে তোমাকে করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে!