Story of a man rejecting proposals after discovering hidden pasts and seeking an honest, righteous spouse guided by Islamic principles.

বিয়ের আগে মেয়ের অতীত জানা কতটা জরুরি একজন যুবকের অভিজ্ঞতা | Halal Dizworld

বাসায় বিয়ের জন্য পাত্রী দেখছে। আমি কখনও রিলেশনশিপ করি নাই। কাউকে পছন্দ নাই। তাই ফ্যামিলির উপর ছেড়ে দিয়েছি। যাদেরকেই দেখছি, বেশিরভাগই রিলেশন করা আর স্বীকার করছে না। লাস্ট, একটা মেয়েকে দেখলাম, ফ্যামেলি বললো, সে নাকি অনেক ভদ্র, কোনোও খারাপ কাজ নাই। তার প্রতিবেশীরাও তাই বললো। কিন্তু, তার কলেজ থেকে জানতে পারলাম, সে মাত্র ২ বছর আগে হিজাব পড়া শুরু করেছে। তার কলেজের এক পুরুষ সহপাঠী তার অতীত কাহিনী শুনালো আর নারী সহপাঠীরাও সায় দিলো। তারপর কিছু ছবিও দেখালো। কিন্তু তার ফ্যামেলি এইটা স্বীকার করে না।

ছবি দেখানোর পর হাত পায়ে ধরে রাজি করানোর ব্যাপক চেষ্টা। বাসা থেকেও বললো বিয়ে করে দেখতে। এই নারীকে কেনো করবো বিয়ে? তারা তো কথাও গোপন করেছে। ৩০ লাখ কাবিন নেমে আসলো ৫০ হাজরে। কিন্তু, আমি বিয়ে না করে চলে আসলাম। যার সাথে কাহিনী করেছে, তাকে সেই ডিজার্ভ করে। এইটা একটা ঘটনা।

আরেকটা মেয়ে স্বীকার করার পর না করে দিয়েছিলাম। আর, এইরকম আরও বেশ কিছু ঘটনা দেখে আমার বিয়ের প্রতি আগ্রহ উঠে গেছে। কমন জিনিস হলো, এদের কাবিনের পরিমাণ লাখের উপরে। কয়েকজন তো ডিফেন্ডও করলো, অতীত নাকি সবারই থাকে।

আবার, একদল তো বলে, ভার্জিনিটি নাকি এই যুগে ম্যাটার করেনা। বাট আমি এমন টা চাইনা আমি জানি যারা ভালো তারাও আছে তাই নিজের মতো কাউকেই জীবনসঙ্গী হিসেবে যেন পাই আল্লাহর কাছে এই দু’আ করি। দু’আ করবেন সবাই।

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED