"An exploration of Islamic visual storytelling through design."

About the Client

 Hasanah Foundation একটি ইসলামিক মূল্যবোধভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য সমাজে নৈতিকতা, নেক আমল এবং ইতিবাচক পরিবর্তনের চর্চা প্রচার করা। তারা বিশ্বাস করে সৃজনশীল ডিজাইন ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং ইসলামিক বার্তাকে মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছে দিতে পারে।

Project Overview

এই প্রজেক্টটি Hasanah Foundation-এর Creative Designer নিয়োগের অংশ হিসেবে নির্ধারিত।
মূল উদ্দেশ্য ছিল আমার সৃজনশীলতা, কনসেপ্ট ডেভেলপমেন্ট, এবং ইসলামিক ভাবধারা অনুযায়ী ডিজাইন উপস্থাপনের দক্ষতা প্রদর্শন করা।

1. Social Media Poster Design

 

Concept

দুইটি হাদিসের সমন্বয়ে এমন একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছিল যা “অন্তরের নেক আমল ও চরিত্রের পবিত্রতা” বিষয়টি তুলে ধরে।

 

Poster Content

রাসূল (ﷺ) ইরশাদ করেন : মুমিন তো সেই ব্যক্তি, যার অন্তর নেক কাজে খুশি হয় আর পাপ কাজে কষ্ট অনুভব করে। [সহীহুল জামে : ৬২৯৪, মুসনাদে আহমদ ১৭৫৭৭, সুনান দারিমী ২৫৩২, সুনান ইবন মাজাহ ৩৯৮৬]

রাসূল (ﷺ) ইরশাদ করেন : নেক আমল হলো উন্নত চরিত্র আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধা-দ্বন্ধ সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো। ( সহীহ মুসলিম ২৫৫৩, মুসনাদে আহমদ ১৭৬৪৬, সুনান দারিমী ২৫৩৩, এবং সুনান ইবন মাজাহ ৩৯৮৫)

 

Design Direction

আমি এই পোস্টারে “Inner Light vs Inner Conflict” কনসেপ্টে কাজ করেছি। আলো মানে নেক আমল, আর ছায়া মানে পাপের দ্বন্দ্ব।
কালার প্যালেট ছিল শান্ত ও গভীর; নীল, বেইজ এবং গোল্ড টোনের সমন্বয়। টাইপোগ্রাফি ক্লাসিক আরবিক অনুভূতি বজায় রেখে মডার্ন কম্পোজিশনে সাজানো হয়েছে।

2. YouTube Thumbnail Design

Video Title
শীতল আরশের নিচে ছায়া পাবেন যে ৭ শ্রেণীর ব্যক্তি | মিজানুর রহমান আজহারি
Concept
ভিডিওর মূল বক্তব্য “এমন সাত শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন”। থাম্বনেইলে আমি আধ্যাত্মিক গাম্ভীর্য, প্রশান্তি এবং Divine Protection-এর অনুভূতি ফুটিয়ে তুলেছি।
Design Direction
কেন্দ্রীয় ভিজ্যুয়াল হিসেবে “আলো-ঝলমলে আরশ” ও মানুষের সিলুয়েট ব্যবহার করা হয়েছে।
টাইপোগ্রাফি bold কিন্তু মর্যাদাপূর্ণ, যাতে দর্শকের চোখ সরাসরি শিরোনামে যায়। কালার প্যালেটে ছিল soft gold এবং white glow যা পরকালের আশা ও শান্তির প্রতীক।

Watch 100% Full Resolution

Watch 100% Full Resolution

Watch More Services…Visit Only On Our Website
Halal Dizworld
or Say Hello: support@halaldizworld.com

or Message on WhatsApp: +8801560-058315

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED