অল্প বয়সে বিয়ে করা ছেলে-মেয়েগুলো চরিত্রহীন নয়, তারা চরিত্রবান। বালেগ হওয়ার পর যে হালাল সঙ্গীর খুব প্রয়োজন যা সমাজ ভূলে গিয়েছে!!

অল্প বয়সে বিয়ে: সমাজের ভুল ধারণার বিপরীতে বাস্তবতা | Halal Dizworld

বালেগ হওয়ার পর যে হালাল সঙ্গীর খুব প্রয়োজন যা সমাজ ভূলে গিয়েছে!!

2013 তে আমি ক্লাস সেভেনে পড়ি, আমার এখনো স্পষ্ট মনে আছে যখন ক্লাস সেভেনের অর্ধবার্ষিক পরিক্ষা শেষ তখন প্রথম প্রথম আমি যৌনতা অনুভব করি! আর এই উষ্ণ অনুভূতি আমাকে পড়াশোনা থেকে দুরে ঠেলে দিতো! আমি চিন্তিত হয়ে পড়তাম পড়াশোনা নিয়ে, কারণ পড়ার টাইমেও ভাবনা সেদিকেই থাকতো।

আজ 2023 শেষ হতে চললো! দীর্ঘ 10 বছর কেটে গেছে আমার উষ্ণ অনুভূতির সূচনার, এখনো বিয়ে করা হয়ে উঠেনি! এই সমাজের আদলে বিয়ে করতে গেলে আরও ৩/৪/৫ বছর পর আমাকে বিয়ে করতে হবে! তাহলে কি দাড়ালো? যখন আমার খিদে শুরু হয়েছে সেদিনের পর থেকে 15 বছর পর এই সমাজ আমাকে খাবার দিবে!

এইযে 15 টা বছর এই 15 টা বছর কীভাবে কেটেছে বা কাটবে আমার? খিদা কতক্ষণ চেপে রাখবো? কতক্ষণ খিদের তাড়না মেনে নিয়ে ধৈর্য ধরে বসে থাকবো? এতগুলো দিন, মাস,বছর অভুক্ত থাকা কি এতটাই সহজ? খিদের তাড়নায় যখন আমি ভুল করে বসি তখন তার দায়ভার কার? সেই দায়ভার কি সমাজ নিবে?

যখন আমি এতগুলা দিন ক্ষুদার্ত তখন এই সমাজ আমাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি! যে সমাজ আমাকে খিদের সময় খাবারের ব্যবস্থা করে দেয়নি সেই সমাজের আড়চোখ ধুয়ে কি আমি পানি খাবো? আমার খাবার চাই, কারো আড়চোখ নয়। আমার করা গুনাহের শাস্তি সমাজ নিবেনা, আমাকেই নিতে হবে। তবে কেনো সমাজের আড়চোখের ভয়ে আমি ক্ষুদার্ত থাকবো?

যুবক,সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজ করে নাও। তোমার গুনাহের ভার সমাজ বা সমাজের ব্যক্তিরা নিবে না। এই সমাজ তোমাকে জাহান্নামে পাঠানোর মস্ত আয়োজন করে রেখেছে! সমাজের এই কালো জাল ছিন্ন করে নিজেকে বাচানোর চেষ্টা করো। সমাজকে লাত্তি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলো।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED