HADITH DESIGN 02
Facebook/Instagram Post Image Design
Welcome to My Facebook Page Post Design Work. This Post Image has been designed Specially for “HADITH DESIGN 02 – Facebook/Instagram Post Image Design”. It is looking very Gorgeous on its Facebook Profile/Page. So, Don’t Forget to Share Your Feedback below.
Features
- Very Nice and Minimal Design
- Unique and Modern Design
- Clean and Professional Design
- RGB Color Mode
- Size: 1080px x 1080px
- 72 DPI
- Adobe Illustrator CC
THE TEXTS
Here You Go,,,
Final Results









Texts in Details
১। "মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।" - সহীহ মুসলিম-১৯৬৮
২। "বৃষ্টি আসলে দোয়া করা।" - সহীহ বুখারী-১০৩২
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন,
হে আল্লাহ! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও।
৩। "রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।" - বুখারী- ৫২১১
৪। "স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা।" - মুসলিম-২০৬৪
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। - বায়হাকী-১৭৫৯৫
৬। "মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।" - মুসলিম-৬৩৬০
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। মুখতাসার যাদুল মা' আদ-১/২৭ ৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। বায়হাকি-৪২৮ ৯। করযে হাসানা( সুদ বিহীন ঋণ) দেয়া।-২২৬৮২
১০। "নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।" - বুখারী-৭৩১
১১। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা। মুসনাদে বাযযার-৮৫৬৭
১২। "দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। বিশেষ করে শো জুতা।" - আবু দাউদ- ৪১৩৫
১৩। "যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।" - তিরমিযী-২৪৭৮
হাসানঃ ইবনু মা-জাহ (৩৩৫০-৩৩৫১)
১৪। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা। – আরশিফু মুলতাকা- ৪৫৬৯
১৫। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা। – মুসনাদে আহমাদ-২১৬১৮
১৬। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া। – তাবরানী-৬১৩৯
১৭। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া। – মুসনাদে আহমাদ- ২৭৫০৮
১৮। রাতে অজু অবস্থায় ঘুমানো। – ফাতহুল বারি- ১১/১১০
১৯। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। – আবু দাউদ- ৪১৬০
আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক সাহাবী মিসরে অবস্থানরত ফাদালাহ ইবনু উবাইদ (রাঃ)-এর নিটক পৌঁছেন। অতঃপর তিনি বলেন, আমি কেবল আপনার সাথে সাক্ষাৎ করতে আসিনি, বরং আমি এবং আপনি যে হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শুনেছি, আশা করি এ সম্পর্কে আপনার কিছু জানা আছে। তিনি বললেন, তা কোন্ বিষয়ে? তিনি বললেন, এরূপ এরূপ।
তিনি বললেন, আপনি একটি স্থানের নেতা, অথচ আপনার মাথার চুল উষ্কখুষ্ক দেখছি? সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাত্রাতিরিক্ত জাঁকজমক দেখতে নিষেধ করেছেন। তিনি (ফাদালাহ) বলেন, আপনার পায়ের জুতা দেখছি না কেন? তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মধ্যে খালি পায়ে চলার আদেশ দিতেন।
