ফ্রিল্যান্সিং-এ আসার আগে যে যে বিষয় খেয়াল রাখতে হবে | By Rizwan Ahmed – Byteful Believer
-
Rizwan Ahmed
অনেকে আমাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জিজ্ঞাস করে থাকেন। ফ্রিল্যান্সিং এ ঢুকবেন বলে ইচ্ছে করেছেন, কিন্তু কি কি বিষয় জানা থাকা লাগবেই? আর কি কি বিষয় সম্পর্কে চিন্তা-ভাবনা করতে হবেই? অনেককেই সেসব বিষয় বলেছি। তারা আমার থেকে জেনে, সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আসলেই কি ফ্রিল্যান্সিং করবেন কিনা। তবে যা মনে হচ্ছে এইভাবে ইনবক্সে করে বলাটা যথেষ্ট না।
এ সম্পর্কে একেবারে ডিটেইলসে আলোচনা করে এমন ফ্রিল্যান্সার নেই বললেই চলে, তবে থাকলে তা সংখ্যায় খুবই কম। তাই এই আর্টিকেল/এপিসোডে আমি সে সম্পর্কে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলব। ইন শা আল্লাহ।
ব্যাপারটা এতোই প্যাচানো যে কোথায় থেকে শুরু করা যায় তা বুঝা কঠিন হয়ে পড়েছে। তারপরেও শুরু করি।।
আসলে আপনাকে বুঝতে হবে যে, আপনি কোন কাজটি করতে অনেক ভালো লাগে? যেটাকে আপনি ক্যারিয়ারে কনভার্ট করলে স্বাচ্ছন্দে একটানা কাজ করতে পারবেন? কোন কাজে আপনি জন্মগতভাবে টেলেন্টেড? এমন কাজে টেলেন্টেড, যা আপনার মতো আর কেউই অত সহজে ও নির্ভলতার সাথে করতে পারবে না। আবার এমন কাজে টেলেন্টেড, যা আপনি একটানা ঘন্টার পর কাজ করলে কখনোও ক্লান্তি-অবসাদ আসবেই না। শুরুতে এ বিষয় আনার মূল কথা হচ্ছে, যদি আপনার ইচ্ছে না থাকে এমন কাজ বা ইন্ডাস্ট্রিতে আসলে তার পরিনাম হবে,
- আপনি বেশিদিন ধৈর্য ধরতে না পারার কারনে সে কাজে আপনার স্থায়ীত্ব বেশি দিন থাকবে না।
- শুধুমাত্র আপনার জীবনের ভুল ডিসিশন নেয়ার কারনে প্রচুর সময় নষ্ট হবে।
মোটকথা আপনাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে আপনার জীবনের সময়ের কথা মাথায় রেখে চিন্তাভাবনা করতে হবে। ইন শা আল্লাহ, কোনো আরেক আর্টিকেলে “ফ্রিল্যান্স ও অন্যান্য প্রফেশনে সময়ের গুরুত্ব” নিয়ে কথা বলবো।
যদি আপনি 100% বুঝতে পারেন যে আপনি কোন কাজে আপনি জন্মগতভাবে টেলেন্টেড এবং কোন কাজ করতে আপনার সহজে ক্লান্তি আসেনা, সেটাতেই আপনি আরো ভালো ভাবে দক্ষ হওয়ার জন্য লেগে থাকবেন। আপনার টেলেন্ট যদিও ফ্রিল্যান্স এর কোনো টপিকের সাথে মিল খায় তাহলেই ফ্রিল্যান্সে আসেন আর না হলে আপনার টেল্যান্টকে অন্যভাবে কাজে লাগান।
এখন কোন ধরনের জন্মগত ট্যালেন্টের জন্য কি কি রকমের কাজ করতে পারবেন? তার আলোচনা অন্য আরেকটি আর্টিকেলে পাবেন।
এসব কিছু আপনাকে আপনার অন্তর্দৃষ্টি দিয়ে ৭দিন চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। হুট করে সিদ্ধান্ত নিতে যাবেন না। কারন একটা ভুল সিদ্ধান্ত আপনার প্রচুর পরিমাণ সময় ও শ্রম নষ্ট করার জন্য যথেষ্ট।
আশা করি, এতোটুকু বোঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
তো এখন আসি ফ্রিল্যান্সিং-এর টপিকে।
ফ্রিল্যান্স কোনো ইজি বিষয় না, অল্প টাইমে শিখলাম আর শিখার সাথে সাথেই আমার ইঙ্কাম স্টার্ট হয়ে যাবে। ফ্রিল্যান্সের অনেকগুলো সেক্টর আছে, আবার সেই সেক্টরগুলোর অনেকগুলো সাব-সেক্টর আছে। সেই সেক্টরগুলোর মধ্যে থেকে আপনার নিজের মোস্ট কম্ফোর্টেবল সাব-সেক্টর পছন্দ করে সেই তার স্পেসিফিক কাজের উপর দক্ষতা অর্জন করে কাজে লেগে থাকতে হবে। সেক্টরগুলো সম্পর্কে জানতে আপনি গুগল-ইউটিউব থেকে জানতে পারবেন। এইখানে আবার সাবসেক্টর সিলেক্ট করাটা অনেক সময় লেগে যায়। বিভিন্নভাবে চিন্তাভাবনা করে সিলেক্ট করে নিতে হবে।
এদিকে অনেকেরই ফ্রিল্যান্স-এর মাধ্যমে ৩ মাসের মধ্যে ইঙ্কাম করার ইচ্ছা থাকে। এটা একেবারেই পসিবল না। কারন ফ্রিল্যান্সের স্পেসিপিক সেক্টরের বেসিক বিষয়সমূহ শিখতেই অনেকের মিনিমাম ৬ মাস লাগে আবার কারোর ১ থেকে ১.৫ বছরও লেগে যায়। এটা এভারেজ রেঞ্জ। তবে যেহেতু মানুষ সবাই তো সমান না তাই শিখার ক্ষেত্রে একটু টাইমের হেরফের হবেই। এজন্য আপনার কাছে সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছরের টাইম থাকা লাগবেই যাতে ধৈর্য সহকারে ভালোমত শিখার প্রপার সুযোগ থাকে।
তো এতক্ষণ কথা বললাম ফ্রিল্যান্সকে আপনার ক্যারিয়ার হিসেবে নিবেন কিনা সেটা কিভাবে চিন্তা ভাবনা করবেন। এখন ডিস্কাস করি, এতো কিছু ব্যাপারে চিন্তা করার পরেও যদি ফ্রিল্যান্সকে আপনি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান তাহলে আগে যাচাই করে নেন এই সিদ্ধান্ত নিয়ে আপনি ঠিক দিকে আগাচ্ছেন কিনা।
যাচাই করার জন্য আপনাকে বিস্তারিত সহকারে কিছু প্রশ্ন তুলে ধরছি। উত্তর খুজে পেলে সেটার উপর সন্তুষ্ট হতে পারলে তাহলেই আগাবেন। যদি ১টার উত্তরেও আপনি সন্তুষ্ট না হতে পারেন বা খুজে না পান তাহলে জীবনের সময় নষ্ট না হতে দিয়ে আপনাকে অন্য ক্যারিয়ার বেছে নেয়া লাগবে।
- ফ্রিল্যান্সে আসার ব্যাপারে আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন?
=> এই আর্টিকেলের শুরু থেকে যা যা আলোচনা করলাম তাই আপনাকে ভালোমতো ভেবে নিয়ে উত্তর খুজতে হবে।
- আপনাকে কে বা কোন বিষয়টা বেশি ইন্সপায়ার করেছে?
=> আপনি কি আপনার পরিচিতদের কাছে থেকে ইন্সপায়ার নিয়েছেন যারা নিজেরা ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানান দিয়েছে নাকি নিজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন? যদি পরিচিতদের কাছ থেকে ইন্সপায়ার পেয়ে সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনার ভুল পদ্ধতিতে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার উচিত হবে বেশি সময় নিয়ে সিদ্ধান্ত নেয়া। কারন এটা আপনার জীবনের ব্যাপার। আপনার জীবনের সময়ের ক্ষতি হলে তা ফিরে পাওয়া সম্ভব না।
- আপনি ফ্রিল্যান্স এর প্রধান ২টা উপাদান (ধৈর্য ও ত্যাগ) নিজের মধ্যে মেইন্টেইন করতে পারবেন?
=> ফ্রিল্যান্সে সফলতা পেতে যদি আপনি সর্বোচ্চ পরিমানের ধৈর্য ও অসীম ত্যাগ করার মানসিকতা রাখতে পারেন, তাহলেই আপনাকে সফলতার দিকে যেতে আর কেউ ঠেকাতে পারবে না। আপনি পারবেন কিনা উত্তর খুজুন।
- শিখার জন্য কি আপনার কাছে কি পর্যাপ্ত সময় আছে? আপনি কি সব কিছু ছেড়ে নিজের সময়কে শিখার জন্য ডেডিকেশন দিতে পারবা?
=> শিখার জন্য যদি আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকলে আপনার এই ইন্ডাস্ট্রিতে না আসাই ভালো হবে। যদি আপনি জব সেক্টরে কাজ করেন তাহলে আপনার না আসাই ভালো। কারন এইখানে বিগিনার হিসেবে অনেক সময় দিতে হবেই। সময় দিতে না পারলে আশানুরূপ ভালো ফলাফল পাবেন না। শুধুমাত্র বিগিনার লেভেলে এক্সপার্ট হবার জন্য। এই সময়টুকুতে শিখা ও শিক্ষা উন্নয়নের জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হবে। দিনের ২৪ ঘন্টার মধ্যে ঘুম আর বাকি পারসোনাল কাজ এর সময় বাদে ১৬ থেকে ১৮ ঘন্টা সময় শিখার জন্য আর সেই শিখার কাজে research করার জন্য কম্পিউটার/ল্যাপ্টপের সামনে কাটাতে (ঘুতাঘুতি) হবে। আপনি কি পারবেন কিনা উত্তর নিজেকে দেন।
- কম্পিউটারের বেসিক্স সম্পর্কে জানা আছে কিনা?
=> অনেকেরই কম্পিউটারের একেবারে খুটিনাটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকে না বলে তারা এই ক্যারিয়ারে এসে কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যায় পড়ে যায়। যার কারনে তারা অনেক ভোগান্তিতে পড়তে হয়। এর জন্য আপনার কম্পিউটার বেসিক্স সম্পর্কে জানা আছে কিনা নিজেকে প্রশ্ন করুন।
- শিখার জন্য কোনো কোনো সময়ে আপনাকে বেশ কিছু ফ্রি কোর্স এর পাশাপাশি কিছু পেইড কোর্স এর জন্য টাকা ইনভেস্ট করতে হবে যা আপনাকে ভবিষ্যতে কাজে দিবে। আপনি কি সে টাকা নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন?
=> শিখার জন্য আপনাকে আগে ফ্রি কোর্স দিয়ে শুরু করতে হবে তারপর একের পর এক পেইড কোর্সের দিকে যেতে হবে। আপনার কাঙ্ক্ষিত স্কীলকে প্রিমিয়াম লেভেলের দিকে নিয়ে যেতে কিছু টাকা খরচ করার মানসিকতা ও সামর্থ্য থাকতে হবে। শুরুটা ফ্রি কোর্স দিয়ে করতে পারলেও পরে পেইড কোর্স দিয়ে চালিয়ে যেতে হবে। আপনি কি পারবেন কিনা উত্তর নিজেকে দেন।
- আপনি কি আপনার অভিভাবকের খোটা দেয়াটা সহ্য করতে পারবেন?
=> অনেক সময় এমনও আপনার সময় আসবে যে আপনার নিজেরই অভিভাবক আপনাকেই খোটা দেয়া শুরু করবে। এর কারনে আপনি ডিপ্রেশনেও চলে যেতে পারেন। তখন আপনাকে স্রষ্টার প্রতি অটুট বিশ্বাস-ভরসা রেখে ধৈর্য ধারন করে লেগে থাকতে হবে। আপনি কি পারবেন কিনা উত্তর নিজেকে দেন। লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। ইন শা আল্লাহ।
- আপনি কি আপনার বন্ধুদেরকে সময় দেয়া বন্ধ করে শিখার জন্য সময় দিতে পারবেন?
=> এই সেক্টরে আসতে হলে আপনাকে প্রথম ত্যাগ করতে হতে পারে আপনার ফ্রেন্ডসার্কেল, যাদের সাথে আপনার সারাক্ষণ সময় কাটাতেন। যোগাযোগ একেবারে কমিয়ে ১০% এ নামিয়ে দিতে হবে। ব্যাপারটা ফ্রেন্ডসার্কেল এর পাশাপাশি আপনার এলাকার লোকজন, পাড়া-মহল্লার পরিচিত লোকজন, আত্মীয়স্বজন সবার সাথে যোগাযোগ একেবারে কমিয়ে দিতে হবে। আপনি কি পারবেন কিনা উত্তর নিজেকে দেন।
আমি এইখানে সর্বমোট ৮টি প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নের উত্তরগুলো খুজুন এবং এই প্রশ্নের উত্তর থেকে আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলেই আপনি এগিয়ে যাবেন।
এই সেক্টরের বিষয়ে আপনাকে ডিস্কারেজ করতে চাচ্ছি না, কিন্তু সত্যটা জানানো আমার কর্তব্য। ব্যাপারটা কিন্তু আপনার জীবনের। কোনটা আপনার জন্য ভালো হবে সেটার সিদ্ধান্ত দেয়া আমার পক্ষে সম্ভব না। কারন আপনার Strength কি কি? Weakness কি কি? সেসম্পর্কে আপনিই সবচেয়ে বেশি ভালো জানেন। তাই খুবই দূরদর্শিতা ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন।
তো এতো লম্বা আলোচনা করলাম শুধু এটার জন্যই যে আপনি ফ্রিল্যান্সকে আপনার ক্যারিয়ার হিসেবে নিবেন কিনা আর ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে সে সিদ্ধান্তটি আপনার জন্য সঠিক হবে কিনা সেটার কয়েকটা প্রশ্নভিত্তিক মাপকাঠি পেশ করলাম। যদি সব কিছু ওকে হয় তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে স্বাগতম। আর না হলে দোয়া করি আপনি যেটাকে ক্যারিয়ার হিসেবে বেচে নিবেন সেটাতে আল্লাহ যেন আপনাকে সফলতা দান করে।
