A Muslim father guiding his daughter in marriage decisions, highlighting the importance of guardian consent and social protection in Islam.

মেয়ের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বাতিল | Rizwan Ahmed

মেয়ের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বাতিল…

আয়েশা (রা:) হতে বর্ণিত হয়েছে রসূল (সা) বলেছেনঃ

‘‘যে মেয়েই তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল। এ কথাটি তিনবার উল্লেখ করেন।’’
ইমাম আবূ দাঊদ (২০৮৩), তিরমিযী (১১০২), সহীহ্ জামে‘ইস সাগীর’’ (২৭০৯) ও ‘‘মিশকাত’’ (৩১৩১)

এই হাদিসে এটা শুধু আনুষ্ঠানিক নিয়ম বলছে না, বরং মেয়ের পরিবারের অভিভাবকের প্রোটেকশন ও সামাজিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরছে।

আর তিনবার উল্লেখের মাধ্যমে রাসূল (সা) এই বিষয়কে অতীব গুরুত্ব দিয়েছেন। মেয়েদের স্বতন্ত্র স্বাধীনতা সম্মান করা হলেও, অভিজ্ঞ ও দায়িত্বশীল পরামর্শদাতা (পিতা বা অভিভাবক) ছাড়াই সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে।

সারসংক্ষেপ: হাদিসটি বলছে, বিয়ে শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি সামাজিক, পারিবারিক ও নৈতিক দায়িত্বের সঙ্গে জড়িত। অনুমতি মানে কেবল নিয়ন্ত্রণ নয়, মেয়ের নিরাপত্তা ও সুস্থ বিবেচনার নিশ্চয়তা।

পোস্ট লেখকঃ
রিজওয়ান আহমেদ,
গ্রাফিক্স ডিজাইনার,
ফাউন্ডার/প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর, হালাল ডিজওয়ার্ল্ড

Copyright © 2022 Halal Dizworld || ALL RIGHT RESERVED